অনলাইন ডেস্ক :
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্কার জয়ী সংগীতশিল্পী এ আর রহমানের বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে। এটি আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে বাংলাদেশের মমতাজও মঞ্চ মাতাবেন। কনসার্টে থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসও। যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘এ আর রহমানের কনসার্টে বাংলাদেশ থেকে থাকছেন মমতাজ। সবার প্রিয় মাইলসও পরিবেশনা করবে। প্রথম স্লটে দেশের এই নামকরা শিল্পী ও ব্যান্ডের পারফরমেন্স দেখার সুযোগ পাবেন শ্রোতা-দর্শক। আর দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রহমান।’ এই কনসার্ট ২০২০ সালে আয়োজন করার কথা ছিল। কিন্তু কোভিড সংক্রমণ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবার সেই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। কনসার্টটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। একইসঙ্গে ১৪-১৫ হাজার দর্শক মাঠে বসে উপভোগ করতে পারবেন কনসার্টটি। দর্শকদের প্রবেশের জন্য ইতোমধ্যে টিকিট ছাপা শুরু করেছে বিসিবি।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ