April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 8th, 2023, 7:49 pm

এ বছর দর্শকদের মন জয় করবে যেসব সিনেমা

অনলাইন ডেস্ক :

গত বছর থেকেই বাংলা সিনেমায় সুবাতাস বইতে শুরু করেছে। এ বছরও এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন চলচ্চিত্র যোদ্ধারা। কারণ হিসেবে তাদের অভিমত, এ বছরই আসতে চলেছে এমন কিছু সিনেমা, যেগুলো দর্শকদের মন জয় করে নেবে। বছরের শুরুতেই জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় রয়েছে সর্বমোট তিনটি সিনেমা। এর মধ্যে প্রথমেই শুভমুক্তির অপেক্ষায় আছে ‘মিশন এক্সট্রিম’-এর সিকুয়েল ব্ল্যাক ওয়ার। সানী সানোয়ারের পরিচালনায় এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী আরিফিন শুভ এবং জান্নাতুল ঐশী। ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। গত বছরের পাশাপাশি এ বছরের শুরুতেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢালিউড কুইন পরীমণি। তবে এবার নতুন বছরে দর্শকদের একটি সিনেমাও উপহার দিতে যাচ্ছেন তিনি। নির্মাতা আবু রায়হান জুয়েলের শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দিয়ে অভিনয় জগতে আবারও ফিরছেন পরী। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সিয়াম আহমেদকে। বছরের শুরুতে ২০ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহে মুক্তি পাবে গণঅর্থায়নে নির্মিত খন্দকার সুমনের সিনেমা ‘সাঁতাও’। তিস্তার তীরের মানুষ ও তাদের জীবনের কথা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। আগামী ২৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন নিয়ে নির্মিত সিনেমা নির্মাতা সৈকত নাসিরের ‘সুলতানপুর’ মুক্তির অপেক্ষায় আছে আগামী ১০ ফেব্রুয়ারি। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য অবলম্বনে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’ সিনেমাটি। নির্মাতা অমিতাভ রেজার সিনেমাটিও ফেব্রুয়ারির দিকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় আছে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন ববি। ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত নতুন সিনেমা ‘কাজল রেখা’ সিনেমাটির মুক্তির কথা রয়েছে ফেব্রুয়ারিতে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন- শরিফুল রাজ, নবাগত মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা। শাকিব খান-শবনম বুবলি অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ আগামী কয়েক মাসের মধ্যে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ ছবিটি মুক্তি পাবে এ বছরের ঈদুল ফিতরেই। সাইবার থ্রিলার গল্পের এ সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন। নিরব হোসেন ও শবনম বুবলী জুটির প্রথম চুক্তিবদ্ধ সিনেমা ‘ক্যাসিনো’-ও মুক্তি পাওয়ার কথা রয়েছে এ বছরের রোজার ঈদে। তো সব মিলেই এ বছর দর্শক মাতাতে চলেছে বাংলার সিনেমা।