May 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 10th, 2023, 8:25 pm

এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই: আবহাওয়া অফিস

চলতি সপ্তাহে বাংলাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

বিএমডির সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ‘চলতি সপ্তাহে বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।’

দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যেখানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছীতে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের বুলেটিন অনুসারে, রবিবার ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এটি ইতোমধ্যে সোমবার ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

—-ইউএনবি