অনলাইন ডেস্ক :
‘হ্যাঁ, ওটিটিতে কাজ করার ইচ্ছে আমারও আছে। তবে ভালো কাজের অপেক্ষা করছি। একটা নতুন কিছু এলে আমরা অনেক আগ্রহী হয়ে উঠি। ভালো-মন্দ যাচাই করি না। কিন্তু আমি স্রোতে ভাসতে চাই না। দর্শকদের মুগ্ধ করা যায়, সবার মনে দাগ কাটা যায় এমন গল্প ও চরিত্র পেলে শিগগিরই হয়তো আমাকেও মাধ্যমটিতে দেখা যাবে।’ এখনও ওটিটির কাজে কেন আপনার দেখা মিলছে না?-এমন প্রশ্নে কথাগুলো বলেন চিত্রনায়ক সাইমন সাদিক। তবে এই মাধ্যমটিতে সাইমনের দেখা না মিললেও বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন এই অভিনেতা। পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি। এদিকে গতবছর কয়েকটি সিনেমা আশার আলো দেখালেও নতুন বছরে এখন অবধি কোনো সিনেমা দর্শক টানতে পারেনি। অন্যদিকে প্রতিবছর ঈদকে কেন্দ্র করে একাধিক সিনেমা মুক্তির খবর থাকে। অনেকেই মনে করছেন আসছে ঈদে হয়তো সিনেমার বাজার চাঙা হবে। বিচ্ছিন্নভাবে দু-একটি সিনেমা মুক্তি কথাও শোনা যাচ্ছে। সেই তালিকায় সাইমনের কোনো সিনেমা থাকছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভাবনা আছে। আসলে আমার দুটো সিনেমা প্রায় তৈরি। একটি লাল শাড়ি, অন্যটি চাদর। তার মধ্যে লাল শাড়ি ঈদে মুক্তি পেতে পারে। তবে এই সিনেমাটির প্রযোজক অপু বিশ্বাস। তিনিই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারবেন।’ সিনেমার বর্তমান অবস্থা নিয়ে সাইমন আরও বলেন, ‘সিনেমা নিয়ে আমি বরাবরই ইতিবাচক ধারণা পোষণ করি। হ্যাঁ, সংকট কিছু থাকলেও এখন ভালো গল্পে ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। অনেক মেধারী নির্মাতারা কাজ করছেন। ধারাবাহিকভাবে সিনেমাগুলো মুক্তি পেলে চলচ্চিত্র ভালো অবস্থানে পৌঁছাবে।’ উল্লেখ্য, এই সিনেমা দুটি ছাড়াও বেশ কয়েকটি সিনেমা মুক্তির মিছিলে রয়েছে সাইমনের। এ ছাড়া তার হাতে রয়েছে একাধিক নতুন সিনেমার কাজ।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ