গাজীপুরের কোনাবাড়ীতে ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকেরা। সোমবার দুপুর ১২ টা থেকে কোনাবাড়ী বাইমাইল এলাকায় ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা একত্র হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এসময় দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে গতকাল রবিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ বন্ধ করে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
সোমবার (১৯ জুন) সকাল থেকেই শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকে। পরে দুপুর ১২টার দিকে শ্রমিকরা আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ করে বিক্ষোভ করতে থাকে।
ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার এডমিন অফিসার বজলুর রশিদ বলেন, প্রতিমাসের বেতনের সঙ্গে ওভারটাইম দেওয়া হয়। কিন্তু গত মাসে সমস্যার কারণে ওভারটাইম দেওয়া হয়নি। যার কারণে শ্রমিকরা রবিবার সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাক। পরে তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
তিনি আরও বলেন, সোমবার সকাল থেকেই কাজ বন্ধ করে বসে থাকে শ্রমিকরা। তাদের দাবি গত মাসের ওভারটাইম এবং ঈদ বোনাস আজকেই দিতে হবে। তারা কর্তৃপক্ষকে কোনো সময় না দিতে চাননি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, শ্রমিকদের বুঝিয়ে প্রায় এক ঘন্টা পর সড়ক থেকে সরিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয়। দ্রুত সময়ের মধ্যে ওভারটাইম পেয়ে যাবে তারা। ঈদ বোনাসের বিষয়ে কর্তৃপক্ষ শ্রমিকদের কথা বলছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি