অনলাইন ডেস্ক :
ঢাকা টু কলকাতা, চঞ্চল চৌধুরীর ব্যস্ততা এখন তুঙ্গে। এখানে যেমন নিয়মিত সিনেমা-সিরিজ করছেন, আবার কলকাতায়ও ডুব দিয়েছেন নতুন নতুন প্রজেক্টে। যেমন সম্প্রতি অংশ নিয়েছেন সৃজিত মুখার্জির নির্মাণে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ। এসব ব্যস্ততার ফাঁকে নতুন চমকে হাজির চঞ্চল। ডার্ক কমেডি ধাঁচের একটি সিরিজে অভিনয় করেছেন তিনি। যেটার নাম ‘ওভারট্রাম্প’। নির্মাণে বাশার জর্জিস। গত বুধবার প্রকাশ্যে এসেছে এর পোস্টার। যেখানে চঞ্চল একা নন, তার সঙ্গে দেখা দিয়েছেন আরও কয়েকজন তারকা। ভিন্ন রঙ-ঢঙে সামনে আসা সেই তারকাদের মধ্যে আছেন আশনা হাবিব ভাবনা, এফএস নাঈম, সামিরা খান মাহি প্রমুখ। এছাড়াও সিরিজের গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেকেই। ‘ওভারট্রাম্প’ সিরিজটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের সমাজে এ ধরনের ঘটনা বিশেষ করে আমাদের নগর জীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। আমার চরিত্রে চমক থাকছে, এটুকুই বলতে পারি আপাতত।’ অভিনেত্রী ভাবনা কাজটি নিয়ে অনেক উচ্ছ্বসিত। তার ভাষ্য, “ওভারট্রাম্প’-এ আমার চরিত্রের নাম রমা। তার সঙ্গে ভাবনার কোনো মিল নেই। আমি বরাবরই চেষ্টা করি প্রতিটি চরিত্রে নিজের সর্বোচ্চটা দিতে। এখানেও সেটা অব্যাহত আছে। বাকিটা দর্শক বিবেচনা করবেন।’ এফএস নাঈমের অভিজ্ঞতা এরকম, ‘কাজটির অভিজ্ঞতা দারুণ। জার্জিস ভাই এবং পুরো টিমের সবাই অসাধারণ ছিল। আমি ওই চরিত্রে ১ মাস থেকেছি। ভিন্ন ধাঁচের কাজটি আশা করি সবার ভালো লাগবে।’ নির্মাতা বাশার জর্জিস জানান, ‘ওভারট্রাম্প’ গল্পটা তিনি করোনা মহামারির সময়ে লিখেছেন। শুটিং করতে গিয়ে অবশ্য একটু ভড়কে গিয়েছিলেন তিনি। তার ভাষ্য, ‘এই সিরিজে শিল্পীদের সঙ্গে কাজ করে চরম মেজাজ খারাপ লেগেছে। মানে ওরা এত বেশি সিরিয়াস যে, আমি নিজেই ভড়কে গেছি। যাইহোক, সবার সুন্দর প্রচেষ্টায় কাজটি হয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।’ শিগগিরই এই ওয়েব সিরিজ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ