November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 17th, 2022, 7:35 pm

ওমানকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ ও ওমানের মুখোমুখি ম্যাচটি মূলত হয়ে উঠে গ্রুপ সেরা হওয়ার লড়াই। শুরুতে এগিয়ে যাওয়া বাংলাদেশ নিজেদের ভুলেই পিছিয়ে পড়ল। তবে খোরশেদুর রহমানের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিল ইমান গোবিনাথানের দল। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে বৃহস্পতিবার পুল ‘বি’-এর ম্যাচে ওমানকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোলে হ্যাটট্রিক করেন খোরশেদুর। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো বাংলাদেশ। টানা তিন জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পাওয়া ওমান ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পুল ‘এ’র রানার্সআপ কাজাখস্তান। শেষ চারের আরেক ম্যাচে ওমানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেয় ৭-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচে ইরানকে হারায় ৬-২ গোলে। প্রথম কোয়ার্টারের অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন খোরশেদ। দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফিরতে বাংলাদেশের রক্ষণে বেশ চাপ দেয় ওমান, কিন্তু গোলরক্ষক আবু সাঈদ নিপ্পনের দৃঢ়তায় গোল পায়নি তারা। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই মেহেদী হাসানের ভুল পাসে সার্কেলে ঢুকে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে সমতা ফেরান ওমানের রাশাদ ফাজারি। চতুর্থ কোয়ার্টারের শুরুতে আল ফাহাদের ফিল্ড গোলে এগিয়ে যায় ওমান। ৫৬তম মিনিটে রাসেল মাহমুদ জিমির পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান খোরশেদ। দুই মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে হ্যাটট্রিক পূরণ করেন খোরশেদ এবং জয়ের আনন্দে মাঠ ছাড়ে বাংলাদেশ।