April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 25th, 2021, 6:33 pm

ওমিক্রন ছড়িয়েছে ভারতের ১৭ রাজ্যে

অনলাইন ডেস্ক :

ভারতের ১৭টি রাজ্য ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। স্থানীয় সময় গত শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশে ওমিক্রন আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৮ জন। তাদের মধ্যে সক্রিয় রোগী রয়েছে ২৪৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১২২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ওমিক্রন আক্রান্ত সর্বোচ্চ ৮৮ জন রোগী রয়েছে মহারাষ্ট্রে এবং ৬৭ জন রাজধানী দিল্লিতে। ভারতে গত সপ্তাহে ওমিক্রনে আক্রান্ত রোগী শতক স্পর্শ করে। গত মঙ্গলবার তা দুই শর ঘর ছুঁয়েছে। পশ্চিমববঙ্গেও গত শুক্রবার একজন শনাক্ত হয়েছেন, যিনি রাজ্যে ওমিক্রন আক্রান্ত পঞ্চম ব্যক্তি। ওই ব্যক্তি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ফিরেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির ওমিক্রনে আক্রান্ত ৯১ শতাংশ রোগী টিকার পূর্ণ ডোজ নিয়েছে। এ ছাড়া ২৭ শতাংশ ওমিক্রন রোগীর বিদেশ ভ্রমণের কোনো নজির নেই। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি উদ্বেগজনক। বড়দিন উপলক্ষে মানুষের ভিড় সংক্রমণ আরো বাড়াতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস পরিস্থিতি সামলানোর দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করেছেন। সূত্র: এনডিটিভি।