করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তে ক্রমবর্ধমান বৈশ্বিক উদ্বেগের কারণে বাংলাদেশ আফ্রিকার সাতটি দেশ থেকে আগত যাত্রীদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। বৃহস্পতিবার সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এই নির্দেশনা জারি করে।
দেশগুলো হলো, বতসোয়ানা, এস্বাতিনি, ঘানা, লেসোথো, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
নির্দেশনা অনুযায়ী আদেশটি শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুসারে, এই সাতটি দেশ থেকে আগত সমস্ত যাত্রীদের তাদের নিজস্ব খরচে সরকার নির্ধারিত হোটেলে থাকতে হবে। কোয়ারেন্টাইনের সপ্তম ও ১৪ তম দিনে যাত্রীদের নিজস্ব খরচে আরটি পিসিআর পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
সপ্তম দিনের পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ পজিটিভ যাত্রীদের আলাদা করা হবে তবে করোনা নেগেটিভ যাত্রীরা ১৪ দিন পর্যন্ত তাদের কোয়ারেন্টাইন চালিয়ে যাবেন।
এই সাতটি দেশ থেকে আসা যাত্রীদের চেক-ইন করার সময় বাংলাদেশে হোটেল বুকিংয়ের প্রমাণ দেখাতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পূর্ববর্তী নির্দেশিকাতে পরিবর্তনের সাথে, ফ্লাইট ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে এবং সমস্ত গন্তব্য থেকে আসা ১২ বছরের কম বয়সী শিশু ছাড়া সকল যাত্রীদের বাধ্যতামূলকভাবে করোনার নেতিবাচক ফলাফলের প্রমাণ থাকতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার জানিয়েছে সারা বিশ্বের ২৩ টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ