বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং ব্যাটিং কোচ জেমি সিডন্স সোমবার রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
তামিম-সিডন্স ছাড়া এই দলে আরও আছেন মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলি রাব্বি এবং ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমেট।
সফরে দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
১৬ জুন সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরুর কথা রয়েছে।
টেস্ট সিরিজটি ২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ৷
স্পিনার তাইজুল ইসলাম এবং পেসার মুস্তাফিজুর রহমান বুধবার (৮ জুন) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এছাড়া রবিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়া বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ১০ জুন দলের সঙ্গে যোগ দেবেন।
এর আগে শুক্রবার প্রথম ব্যাচে মুমিনুল হক, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ ঢাকা ছেড়েছেন।
ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড লন্ডন থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দেবেন এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটও কেপটাউন থেকে দলের সঙ্গে যোগ দেবেন।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান