November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 4th, 2023, 8:03 pm

‘ওরা ৭ জন’ চলচ্চিত্র নিয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

নির্মাতা খিজির হায়াত খান তার দীর্ঘ পরিশ্রমে নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। ছবিটি এরই মধ্যে সিনেমা হলে মুক্তি পেয়েছে। দর্শক-সমালোচকদের কাছে ছবিটি প্রশংসিতও হয়েছে। কিন্তু অনলাইনে মুক্তির ক্ষেত্রে নানান জটিলতায় অভিমান নিয়েই নির্মাতা জানান তিনি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ছবিটি বিনামূল্যে অবমুক্ত করবেন। আগামী বৃহস্পতিবার ছবিটি ইউটিউবে অবমুক্ত করার কথা ছিল। এ প্রসঙ্গে নির্মাতা-অভিনেতা খিজির হায়াত খান বলেন,‘আমি অনেক অভিমান ও আক্ষেপ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।

কারণ এই ছবিটি আমার দেশমাতৃকার প্রতি দায় থেকে করা। কিন্তু আফসোসের বিষয় হলো মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটি চলচ্চিত্র নির্মাণের পরও আমি দেশের কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট পাইনি। আমরা এত বড় বড় কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধের একটি মানসম্পন্ন ছবি নিয়ে এরকম অবহেলা সত্যিই আমাকে অবাক করেছে। কেউ কেউ পুরো ছবির স্বত্ব চেয়ে এমন একটা অ্যামাউন্ট বলেছে, যেই অর্থ আমার গোটা মুভির খাবার খরচেরও কম! সেকারণেই আমি অভিমান থেকে এ কথা বলেছি। এবং সিদ্ধান্ত নিয়েছি যে নিজেদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বিনামূল্যে অবমুক্ত করবো।’

এদিকে সুখের খবর হলো ‘ওরা ৭ জন’ ছবিটি সারাবিশ্বের অনলাইন প্ল্যাটফর্মে রিলিজের জন্য একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম আগ্রহ প্রকাশ করেছে। তাই আপাতত ৭ ডিসেম্বরে বিনামূল্যে ইউটিউবে রিলিজটি স্থগিত করতে চান নির্মাতা। খিজির হায়াত আরো বলেন,‘ছবিটি তারা ওটিটিতে এক্সক্লুসিভলি রিলিজ দেবার সিদ্ধান্ত নিয়েছে বলেই আপাতত ইউটিউবে মুক্তি পাচ্ছে না।’ প্রায় ৪ কোটি টাকা বাজেটে নির্মিত ‘ওরা ৭ জন’ ছবিটি মুক্তির পর খিজির হায়াত তার নতুন ছবির কাজ শুরু করেছেন। নতুন এই ছবির নাম ‘সাম্রাজ্য’।

গডফাদার ট্রিলজির আদলে তারই বাংলা ভার্সন হিসেবে নির্মাণ করতে চান নির্মাতা এই ছবিটি। এরই মধ্যে স্ক্রিপ্টের কাজ শুরু করেছেন। ২০২৪-এ এই ছবিটির কাজ শুরু করতে চান বলে জানালেন তিনি। খিজির হায়াতের ‘ওরা ৭ জন’ ছবির অন্যতম একটি চরিত্রে কাজ করেছেন গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম। মম বলেন,‘খিজির হায়াত খান খুবই প্যাশনেট একজন নির্মাতা। তার ছবিগুলোর সাবজেক্ট গতানুগতিক না। এধরনের একজন নির্মাতার সঠিক পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমি মনে করি সর্বস্তরে ‘ওরা ৭ জন’ ছবিটি দেখানোর ব্যবস্থা করা উচিত।’