November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 24th, 2021, 7:32 pm

‘ওলট পালট প্রেম’ নাটকে তারিক আনাম-মনিরা মিঠু

অনলাইন ডেস্ক :

শাওন ও তিথী দুজন দুজনকে ভালোবাসে। বাবা মায়ের ভয়ের কারণে তারা মোবাইলে চুটিয়ে প্রেম চালিয়ে যায়। কিন্তু শাওনের বাবা জামান চালাকি করে একদিন শাওনের মোবাইল নিয়ে দেখে ডায়ালে শুধু একটি নাম্বারই আছে। নাম্বারটি ‘বেবি’ নামে সেভ করা। জামান ‘বেবি’ লেখা নাম্বারটি তার মোবাইলে টুকে নেয়। ব্যাস! বারান্দায় গিয়ে ওই নাম্বারে ম্যাসেজ দেয়। ‘বেবি আমি শাওন, এটা আমার নিউ নাম্বার, আগের নাম্বারে ভুলেও কল দিবা না। ওটা বাবার কাছে। ওই নাম্বার ব্লক লিস্টে দিয়ে দাও। এখন থেকে ম্যাসেজিং করবো। এভাবে সে কথা চালিয়ে যায়। অন্যদিকে একইভাবে তিথীর মা গোপনে তিথীর মোবাইল চেক করে দেখে, পুরো মোবাইল জুড়ে একটি নাম্বার, ‘জান’ নামে সেভ করা। ‘জান’ নামের নাম্বারটি জামানের। তিথীর মা বুদ্ধি করে ওই নাম্বারটি তার মোবাইলে টুকে নেয়। ঠিক একইভাবে জামানের মত তিথীর মা তার নাম্বার থেকে ম্যাসেজ দেয়। ‘জান’ আমি তিথী, এটা আমার নিউ নাম্বার। আগের নাম্বারে ভুলেও কল দিবা না। ওটা মায়ের কাছে, ওই নাম্বার ব্লাক লিস্টে দাও। এখন থেকে ম্যাসেজে কথা বলবো। কিছুদিন কল এ কথা বলা যাবে না। জামানের নাম্বার থেকে তিথীর মায়ের নাম্বারে ম্যাসেজ আসে, ওক ‘বেবি’। তিথী শাওনের নাম্বার ব্লক করে দেয়। অন্যদিকে জামান ব্লক দেয় তিথীর নাম্বার। এভাবে তাদের প্রেমের ভিতর ওলট পালট শুরু হয় যায়। এরকমই একটি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ওলট পালট প্রেম’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। নাটকটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। এতে আরো অভিনয় করেছেন শাহিদুজ্জামান রাসেল ও স্বর্ণলতা। বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড প্রযোজিত নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক।