অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডে নারীদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নয়জন খেলোয়াড় ফিট থাকলেই মাঠে নেমে পড়তে পারবে দলগুলো। করোনার কারণে এমনই বড় ছাড় দেওয়ার কথা ভাবছে আইসিসি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টিটলে নিশ্চিত করেছেন, করোনার কারণে যদি কোনো দলের খেলোয়াড় সংকট পড়ে, তবে বদলি ফিল্ডার হিসেবে ম্যানেজম্যান্ট এবং কোচিং স্টাফের দুইজন মাঠে নামতে পারবেন। টিটলে বলেন, ‘যদি প্রয়োজন পড়ে, আমরা এই পরিবেশে প্রতি দলকে নয়জন ক্রিকেটার নিয়েই খেলার অনুমতি দেবো। যদি কোনো দল ম্যানেজম্যান্ট থেকে নারী বদলি খেলোয়াড় নামাতে চায় তবে আমরা ব্যাটিং বা বোলিং করবে না এমন দুজন বদলি খেলতে দেব, যাতে করে ম্যাচটা চালিয়ে যাওয়া যায়।’ করোনার কথা মাথায় রেখে ইতোমধ্যে দলগুলোকে ১৫ জনের স্কোয়াডের বাইরে বাড়তি তিনজন ট্রাভেলিং রিজার্ভ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে ফিকশ্চারও বদল হতে পারে, জানিয়েছেন টিটলে। নিউজিল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। বৃহস্পতিবারই (২৪ ফেব্রুয়ারি) ৬ হাজারের বেশি করোনা রোগী সনাক্ত হয়েছে দেশটি। আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হওয়ার কথা নারীদের ওয়ানডে বিশ্বকাপ। মাউন্ট মুঙ্গানুইতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজকে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা