কক্সবাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আরও এক সদস্য প্রার্থী সোমবার রাত ৯টার দিকে গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ইউপি সদস্য প্রার্থী রেজাউর রহমান কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার রাতে পিএমখালী ইউনিয়নের তুতকখালী এলাকার বটতলী স্টেশনের একটি চা দোকানের বাইরে ১০ থেকে ১২ জন লোক নিয়ে নির্বাচনী আলাপ করছিলেন রেজাউর। এ সময়ে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে অতর্কিতভাবে তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ইউপি সদস্য প্রার্থী এ বিষয়ে প্রতিপক্ষ প্রার্থীকে দায়ী করলেও কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেননি।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ঝিলংজা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার ও তার ভাই জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার গুলিবিদ্ধ হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে জহিরুল মারা যান।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি