November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 26th, 2023, 7:36 pm

কক্সবাজারে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিস্টাল মেথের চালান জব্দ: বিজিবি

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথের একটি বড় চালান জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।

বিজিবির দাবি, এটি দেশে জব্দ হওয়া মাদকটির সর্বোচ্চ চালান। যার বাজার মূল্য আনুমানিক ১০০ কোটি টাকা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে সীমান্তের বালুখালী সাইক্লোন শেল্টার এলাকায় অভিযান চালিয়ে মাদকটির চালান জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বালুখালী এলাকার মৃত ছিদ্দিক আহম্মেদের ছেলে বুজুছে মিঞা (৫১), একই এলাকার মো. আ. শুকুরের ছেলে মো. ইসমাইল (২৩), মো. আবুল মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দল সেখানে অভিযান চালায়। অভিযানে কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যেটির সিজার মূল্য ১০০ কোটি টাকা।

তিনি আরও বলেন, জব্দ করা আইস ব্যাটালিয়ন সদরে জমা রাখা হচ্ছে। পরবর্তী সময়ে সবার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।

আটকদের পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

—-ইউএনবি