April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 27th, 2022, 8:45 pm

কক্সবাজারে ৩৯৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

কক্সবাজারে গত এক বছরে জব্দ করা ৩৯৫ কোটি ৭৬ লাখ টাকার বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কক্সবাজারের রামুতে বিজিবি’র আঞ্চলিক সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩ কেজি ৭৫২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ছয় হাজার ৭৬৭ ক্যান বিয়ার, এক হাজার ৩৩৯ বোতল অ্যালকোহল, ১৫৪ বোতল ফেনসিডিল, ২০৫ লিটার বাংরা মদ, ১৭ কেজি গাঁজা, ৪৮ হাজার ১৯ পিস বিভিন্ন ধরনের ট্যাবলেট, ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট ও সাত অ্যামোনিয়াম সালফারের বোতল।

এছাড়া বিভিন্ন সময়ে আটক এক হাজার ৯৭৯ জন মাদক ব্যবসায়ী ও বিপুল পরিমাণে মাদক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযানের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং স্বাগত বক্তব্য দেন বিজিবি কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজাম-উস-সাকিব।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

—ইউএনবি