April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 20th, 2023, 9:16 pm

কঙ্গোতে নৌকাডুবি, ১৪৫ জনের মৃত্যুর শঙ্কা

অনলাইন ডেস্ক :

কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী, পণ্য ও পশু বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইয়াহু নিউজ এ তথ্য জানিয়েছে।কঙ্গোর কর্মকর্তারা জানান, প্রতিবেশী রিপাবলিকান অব কঙ্গোর উদ্দেশে রওনা হওয়ার পর মঙ্গলবার রাতে বাসানকুসু শহরের কাছে লুলঙ্গা নৌকাটি নদীতে ডুবে যায়।ওই নৌ দুর্ঘটনা থেকে প্রায় ৫৫ যাত্রী বেঁচে ফিরেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তা। যে অঞ্চলে নৌকাটি ডুবে যায়, সেখানকার সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী পক্ষগুলোর প্রেসিডেন্ট জ্যাঁ-পিয়েরে ওয়াঙ্গেলা সাংবাদিকদের জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৪৫ জন।তিনি জানান, নৌকাটিতে ২০০ জনের মতো যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের এভাবে গাদাগাদি করে পার হওয়া ছাড়া কোনো বিকল্পও নেই।প্রসঙ্গত, কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে নৌকা ডুবে বিপুল প্রাণহানি নতুন কোনো ঘটনা নয়। গত বছর অক্টোবরে কঙ্গোর ইকোয়েটর প্রদেশে কঙ্গো নদীতে নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।