পুলিশ ও র্যাবের নিরাপত্তায় বিএফডিসি প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার (২৮ জানুয়ারী) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত সম্পন্ন হয়েছে।
এবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে লড়ছেন ৪২ জন প্রার্থী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন অভিনেতা ডন ও হরবোলা।
এবারের নির্বাচনে মোট ৪২৮ জন ভোটার। সকাল থেকে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে তারকাদের আগমনে মুখর হয়ে উঠে এফডিসি প্রাঙ্গণ। বিভিন্ন অসঙ্গতি ও অভিযোগের মধ্যেও নির্বাচন নিয়ে অনেকটাই সন্তষ্ট প্রার্থীরা।
সমিতির সাবেক সভাপতি ও এবারের সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর বলেন, ‘নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে আমি সন্তুষ্ট। আমরা শিল্পী। প্যানেল যেটাই হোক এবং যারাই জয়ী হোক, সবার আমরা নিজেরাই। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে নির্বাচন করতে পারছি এটি আমার অনেক বড় পাওয়া।’
অন্যদিকে আরেক প্যানেলের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মিশা সওদাগর ঠিকই বলেছেন। আমরা শিল্পী। নির্বাচন মানেই আমরা ভিন্ন কেউ না। আমরা একজন অন্যজনকে সহযোগিতার মধ্য দিয়েই সমিতি এগিয়ে যাবে। আমি জয়ী হলেও মিশার সাহায্য লাগবে। তার পরামর্শ নেব।’
দুপুরের দিকে ভোট দিতে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভোটের পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট তিনি। অপু বলেন, ‘এফডিসি প্রবেশের পরই বেশ ভালো লাগছে। সুন্দর পরিবেশ। শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। অনেকদিন পর শিল্পীদের এমন মিলনমেলা। যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে শিল্পীদের জন্য কিছু করার প্রত্যাশা থাকবে।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ