April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 10th, 2022, 8:03 pm

কঠোর নিয়ম যোগ হলো লঙ্কান ক্রিকেটে

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজ দেশের ক্রিকেটারদের অবসর বিষয়ে কঠোর নিয়ম করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নতুন করা নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে এসএলসিকে জানাতে হবে। অবসর নেওয়ার ছয় মাস পর, ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তিপত্র পাবেন। এ ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে অন্তত ৮০ শতাংশ ম্যাচ খেলতে হবে অবসর নেওয়া ক্রিকেটারদের। সাম্প্রতিক সময়ে দানুশকা গুণাতিলকা টেস্ট এবং ভানুকা রাজাপক্ষে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দেন। তাঁদের অবসরের ঘটনায় টনক নড়ে এসএলসির। গত শনিবার তারা ক্রিকেটারদের অবসরের বিষয়ে নতুন নিয়মের কথা জানায়। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ফিটনেসের বিষয়ে বাধ্যতামূলক ফিটনেস প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরো লাভবান হতেই এমন নির্দেশিকা দিয়েছে বোর্ড, যাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনের ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করতে পারেন। গুজব উঠেছে, আরো কিছু খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চিন্তা করছেন। তবে ডানহাতি ব্যাটার আভিষ্কা ফার্নান্দো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দিতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘ক্রিকেটের কোনো ফরম্যাট থেকেই অবসরের কোনো ইচ্ছে আমার নেই। অনুগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে অনুসরণ বা বিশ্বাস করবেন না।’