November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 18th, 2023, 7:21 pm

কপিরাইট ইস্যুতে মামলা করলেন শাফিন আহমেদ

অনলাইন ডেস্ক :

সোমবার মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন তিনি। মামলার এক নম্বর আসামি করা হয়েছে কিনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লিমেটেডের এমডি আশিকুন নবীকে। দ্বিতীয় আসামি প্রতিষ্ঠানটির পরিচালক আশিফুন নবী। মামলার কারণ হিসেবে শাফিন আহমেদ উল্লেখ করেছেন তার গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, অ্যাপল মিউজিকে প্রচার করে অপরাধ করেছেন আসামিরা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তাপস পাল।

তিনি জানান, আসামিদের আগামী ৫ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। শাফিন আহমেদ জনপ্রিয় সংগীত শিল্পী ও সুরকার। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। তিনি মাইলস ব্যান্ডের বাইরে সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো এবং মিক্সড অ্যালবামে গান রয়েছে। শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।