April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 13th, 2022, 7:37 pm

কবে ছাড়পত্র পাচ্ছেন রনি?

অনলাইন ডেস্ক :

‘গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থার বেশ উন্নতি হয়েছে। তিনি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছেন। আমরা আশা করছি, আগামী রোববার তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে। ’এমনটা জানিয়েছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, রনি ফলোআপে থাকবে। তিনি বর্তমানে কেবিনে আছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে তাকে স্বাভাবিক খাবার খাওয়ানো হচ্ছে। এর আগে রনিকে এইচডিইউতে রাখা হয়, সেখানে তার অবস্থার উন্নতি হওয়ায় গত শনিবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। এ ঘটনায় আহত বাকিরা হচ্ছেন জিল্লুর রহমান, মোশাররফ হোসেন, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদেরকে প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রনি ও জিল্লুর রহমানকে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অক্লান্ত পরিশ্রমে তাদের অবস্থার উন্নতি হয় বলেও জানিয়েছেন মেডিকেল বোর্ডের এই চিকিৎসক।