অনলাইন ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী ১১ ডিসেম্বর। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতাটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। পাঁচ দেশের এই লড়াই দর্শকরা মাঠে বসে দেখার সুযোগ পাবেন। ১১ ডিসেম্বর উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। রাউন্ড রবিন লিগে স্বাগতিকরা ১৩ ডিসেম্বর ভুটান, ১৭ ডিসেম্বর ভারত ও ১৯ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ২২ ডিসেম্বর শীর্ষ দুটি দল মুখোমুখি হবে ফাইনালে। এই প্রতিযোগিতার লক্ষ্যে সোমবার লোকাল অর্গানাইজিং কমিটির সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা যেহেতু, টিকিটের ব্যবস্থা থাকছে। তবে গ্যালারি ভর্তির সুযোগ নেই। ৫০ থেকে ৬০ ভাগ দর্শক বসার ব্যবস্থা থাকবে। তবে এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ ছাড়া খেলা চলাকালীন স্টেডিয়ামের দোকান বন্ধ থাকবে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা