November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 25th, 2022, 7:33 pm

করতোয়ায় ট্রলারডুবি: নিহত বেড়ে ২৪

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছে অর্ধশত। নিহতেদের মধ্য বেশির ভাগই শিশু ও নারী।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত ট্রলারটিতে প্রায় দেড়শ’ জন যাত্রী ছিল। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জানা যায়, জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বধেশ্বর মন্দিরে (নদীর অপরপাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। এই ধর্মসভায় যোগ দিতে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লোকজন শ্যালো মেশিন চালিত নৌকা করে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে মাঝনদীতে গিয়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। সাঁতার জানা যাত্রীরা তীরে উঠে আসতে পারলেও সাঁতার না জানা নারী ও শিশুরা পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনেককে উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

আহতদের উদ্ধারের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী ট্রলারডুবিতে এখন পর্যন্ত ২৪ জনের মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে নারী ১২ জন,শিশু আট জন এবং পুরুষ চারজন।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, নৌকাটিতে অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল।

এছাড়াও মৃত ব্যক্তিদের সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।

—-ইউএনবি