November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 4th, 2022, 8:05 pm

করোনাভাইরাসেসংক্রমণ-মৃত্যুতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক :

মহামারি করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে দক্ষিণ কোরিয়া। গত রোববার দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন। মৃত্যু হয়েছে ৩০ জনের। এ দিন বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৯৩ জন। এ ছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ লাখ ৩৭ হাজার ৭৩২ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ২৯১ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৭৬ হাজার ১৪৪ জনের। এ ছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪২ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার ৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৬৬ জন ও মৃত্যু হয়েছে ৩১ জনের। ইতালিতে নতুন আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৮৮ জন ও মৃত্যু ১১৭ জনের। জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৬১ জন ও মৃত্যু হয়েছে ৩৪ জনের। ভিয়েতনামে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৭৭০ ও মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে নতুনকরে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৭৭ জন ও মৃত্যু হয়েছে ৪৮ জনের এবং রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮২৮ জন ও মৃত্যু ৩০৪ জনের। বিশ্বে বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৪৫৫ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কেটি ৮৯ লাখ ৮০ হাজার ৭৮০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৫ হাজার ৬৭৫ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে দ্রুত ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে।