November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 20th, 2021, 7:50 pm

করোনার কারণে নিউ ইয়র্কে রেকর্ড সংখ্যক গৃহহীন

অনলাইন ডেস্ক :

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে গৃহহীন হয়েছে রেকর্ড সংখ্যক মানুষ। ম্যানহ্যাটনের প্রতিটি ব্লকেই দেখা মিলছে মানসিক বিকারগ্রস্ত এবং মাদকাসক্ত গৃহহীনদের। করোনাকালে পর্যটন নির্ভর অসংখ্য ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় নতুন করে গৃহহীন হয়েছেন অনেকে। উন্নত জীবনের আশায় অভিবাসীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকেও নিউ ইয়র্কে পাড়ি জমান লাখো মানুষ। করোনার কারণে ভেঙে গেছে হাজারো স্বপ্ন। মহামারিতে পর্যটন খাত বন্ধ থাকায় নিউ ইয়র্কের হাজারো মানুষ গৃহহীন হয়েছেন। বদলে গেছে ম্যানহাটনের সড়কগুলোর চিত্র। প্রতিটি ব্লকেই দেখা মিলছে অন্তত ৮ থেকে ১০ জন গৃহহীনের। ভাসমান এই জনগোষ্ঠীর কারণে অপরাধপ্রবণতা বেড়েছে। বেসরকারি সংগঠন কোয়ালিশন ফর দ্য হোমলেসের প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন কেন্দ্রে প্রতি রাতে ২০ হাজারের বেশি গৃহহীন আশ্রয় নেন। লকডাউন তুলে নেয়ায় নিউ ইয়র্কের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। কর্মক্ষেত্রে ফিরছে বাসিন্দারা। ফলে নিরাপত্তা বাড়ানো হয়েছে সাবওয়েসহ শহরের জনবহুল এলাকাগুলোতে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে বিভিন্ন বাণিজ্যিক হোটেলে আশ্রয় দেয়া হয়েছে। তারপরও সামাজিক নিরাপত্তার আওতায় আসেনি অসংখ্য মানুষ। গৃহহীনদের সঙ্গে মানবিক সংযোগ স্থাপন করে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহ দিতে নিয়োগ দেয়া হয়েছে স্বেচ্ছাসেবীদের।