November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 2nd, 2022, 9:26 pm

করোনার সংক্রমণ এক সপ্তাহে বেড়েছে ৬০%: স্বাস্থ্য অধিদপ্তর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ গত এক সপ্তাহে প্রায় ৬০ শতাংশ বেড়েছে। রোববার (২রা জানুয়ারী) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক রোবেদ আমিন বলেন, গত ২০ ডিসেম্বর থেকে দেশে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর সংক্রমণ ২ শতাংশ পার হয়। তিনি বলেন, নভেম্বরে দেশে ৬ হাজার ৭৪৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫ জনে। শনাক্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে সাম্প্রতিক কিছু গবেষণার তথ্য তুলে ধরে রোবেদ আমিন বলেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবার জন্য মাস্ক পরিধান করার কোনো বিকল্প নেই।