April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 2nd, 2022, 8:09 pm

করোনায় ছিটকে গেলেন পিটারসেন

অনলাইন ডেস্ক :

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নিউজিল্যান্ড সফরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার ইনফর্ম ব্যাটার কিগান পিটারসেন। সিরিজ শুরুর দু’সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে ছিটকে পড়া পিটারসেনের বদলি হিসেবে প্রোটষ্টিয়া দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি ব্যাটার জুবায়ের হামজা। ক্রিকেট দক্ষিন আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানায়, পিটারসেন সুস্থ আছেন ও উপসর্গহীন। বোর্ডের মেডিকেল টিম ‘তার শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত যোগাযোগ রাখবে।’ সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন পিটারসেন। তিন টেস্টের সিরিজে তিনটি হ্ফ সেঞ্চুরিসহ ৪৬ গড়ে ২৭৬ রান করেন তিনি। সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচের দুই ইনিংসে ৭২ ও ৮২ রান করে দলের জয়ে অবদান রাখেন পিটারসেন। ঘরের মাঠে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ক্যারিয়ার সেরা ৮২ রানের ইনিংস খেলেন পিটারমেন। পিটারসেনের পরিবর্তে দলে সুযোগ পাওয়া হামজা দেশের হয়ে ৫টি টেস্ট ও ১টি ওয়ানেডে খেলেছেন। টেস্টে ১টি হাফ-সেঞ্চুরিসহ মোট ১৮১ রান করেন তিনি। ২০১৯ সালের জানুয়ারি টেস্ট অভিষেকের পর ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন হামজা। আর ২০২১ সালের নভেম্বরে দেশের হয়ে একমাত্র ওয়ানডে খেলেন। বির্ততিক টুর্নামেন্ট কোলপাক ছেড়ে দেয়ায়, সাত বছর পর দক্ষিণ আফ্রিকার দলে সুযোগ পান অফ-স্পিনার সাইমন হার্মার। ২০১৭ সালে কোলপাকে খেলতে কাউন্টি দল এসেক্সের সাথে চুক্তিবদ্ধ হন হার্মার। ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা কাগিসো রাবাদাও টেস্ট সিরিজের দলে ফিরছেন। আরেক পেসার এনরিচ নর্টি ফিটনেস ইস্যুতে দলে সুযোগ পাননি। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। সিরিজের দুই টেস্টেই ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
নিউজিল্যান্ড সফরের দক্ষিণ আফ্রিকা টেস্ট দল : ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা, সারেল এরউই, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, ডুয়ান অলিভিয়ার, জুবায়ের হামজা, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেন্টন স্টুরম্যান, র্যাসি ভ্যান ডার ডুসেন ও কাইল ভেরেনি।