অনলাইন ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ব্রেনফোর্ডের ম্যাচ। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সেটি স্থগিত করে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু শহরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ কারণে ইপিএল কর্তৃপক্ষকে ম্যাচটি স্থগিতের আহ্বান জানায় ম্যানইউ। সেই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নিজেদের অনুশীলন স্থগিত করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এ ছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রিমিয়ার লিগের অন্তত ৪২ জন খেলোয়াড় ও স্টাফের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা