November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 29th, 2022, 8:28 pm

করোনা আক্রান্ত বেড়েছে, মৃত দ্বিগুণ

অনলাইন ডেস্ক :

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত-আক্রান্ত বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ছয় লাখ ৬৩ হাজার ৭৭৮ জন। মারা গেছে দুই হাজার ৮৫১ জন মানুষ। গত বুধবার আক্রান্ত হয়েছিল পাঁচ লাখ ৬০ হাজার ৬১৮ জন। আর মারা গিয়েছিল এক হাজার ৪৮২ জন মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৩৬৬ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৯১ হাজার ৫৬৭ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৩ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ২৪ লাখ সাত হাজার ৭৪০ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১৭ হাজার ১৯৪ জন। তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৯৮ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯২ লাখ ৪৫ হাজার ৯৩৭ জন। আর মারা গেছে এক লাখ ৬১ হাজার ৭১৫ জন। এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৭৩ লাখ ১৩ হাজার ২৪০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬১ হাজার ১৩৩ জনের।