অনলাইন ডেস্ক :
গতরাতে বার্মিংহামে পর্দা উঠেছে কমনওয়েলথ গেমসের। ১১ দিনের প্রতিযোগিতায় ৭২টি দেশের ৫ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে এবারের আসরে। আসর শুরুর আগেই দুঃসংবাদ বয়ে আনেন অস্ট্রেলিয়ার বর্শা নিক্ষেপে বিশ্বচ্যাম্পিয়ন কেলসে-লি বারবের। করোনা আক্রান্ত হয়েছেন এই অ্যাথলেট। গেমসে নারীদের বর্শা নিক্ষেপের ফাইনাল আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে সেরে উঠলে তিনি নিজের ইভেন্টে অংশ নিতে পারবেন। বিশ্ব জুড়ে করোনা হানা দেয়ার পর কোনো অ্যাথলেট করোনা আক্রান্ত হলে প্রতিযোগিতা থেকে সরে যেতে হয়। কিন্তু কমনওয়েলথ গেমসে সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। সারা বিশ্বে করোনা প্রকোপ কমে আসায় আয়োজক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, করোনা আক্রান্ত হলেও গেমসে অংশ নিতে পারবেন অ্যাথলেটরা। করোনা আক্রান্ত হওয়ার পর আইসোলেশনেও শিথিলতা এনেছে ইংল্যান্ড। করোনায় আক্রান্ত হলেও শারীরিক ভাবে ভাল বোধ করলে খেলায় অংশ নিতে পারবেন সেই অ্যাথলেট। অবশ্য করোনা আক্রান্ত হলে ইভেন্টের আশপাশে গিয়ে সতীর্থদের উৎসাহ দেয়া যাবে না। ভিলেজে নিজের কামরার বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে, অনুশীলনের সময়ও মাস্ক পরতে হবে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা