April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 13th, 2022, 7:56 pm

করোনা প্রসঙ্গে যা বললেন শাবনূর

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ও তার ছেলে আইজান নেহান করোনামুক্ত হয়েছেন। বুধবার সিডনি স্থানীয় সময় বিকেলে শাবনূর জানান তার করোনামুক্তির খবর। পাশাপাশি জানান, পুরোপুরি সুস্থ তিনি। সুস্থ আছেন তার ছেলেও। শাবনূর বলেন, ‘বিশ্বাস করুন, খুবই বাজে একটা রোগ করোনা। ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। তা ছাড়া জ¦র ও হাঁচি-কাশিতে ঘরের মধ্যে আতঙ্ক নিয়ে থাকতে হয়েছে। আমার শত্রুরও যেন এই রোগ না হয়। এই দোয়াই করি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাকে ও আমার ছেলেকে সুস্থ করেছেন।’ এদিকে করোনামুক্ত হলেও শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছেন শাবনূর। তিনি বললেন, ‘শুনেছি, করোনামুক্ত হওয়ার পর মাস দু-তিন পর্যন্ত শারীরিক দুর্বলতা নাকি থাকেই। ডাক্তার বলেছেন খাওয়াদাওয়া করতে। আপাতত তাই কোনো ডায়েট নিয়ে ভাবছি না। খাচ্ছিদাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি।’ ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকা দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসেন তিনি। গত ১৪ ডিসেম্বর ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনটির আগে দেশে আসার কথা থাকলেও পরে আর আসা হয়নি। নব্বইয়ের দশক থেকে ঢাকাই ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দেশের প্রথম সারির নায়িকা হিসেবে ২০১০ সাল পর্যন্ত টানা অভিনয় করেন এ তারকা। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের।