April 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 14th, 2021, 12:59 pm

করোনা শনাক্ত একজন, লকডাউনে থিম্পু

অনলােইন ডেস্ক:

ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে জানা গেছে, মাত্র একজনের দেহে করোনাভাইরাস শনাক্তের পর ভুটানের রাজধানী থিম্পুতে লকডাউন কার্যকর করা হয়েছে। জানা গেছে, আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর শরীরে করোনা ধরা পড়েছে।

শনিবার (১২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া লকডাউন ৭২ ঘণ্টা ধরে চলবে। শনিবার (১২ জুন) দুপুরের দিকে থিম্পুর ড্রুক স্কুলের এক শিক্ষার্থী করোনা পজিটিভ হয়। এরপর সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িঘড়ি করে শহরে লকডাউন ঘোষণা করে।

জানা গেছে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওই শিক্ষার্থীর শরীরে করোনা ধরা পড়েছে। অবশ্য আরটি-পিসিআর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে লকডাউনের এই সময়ের মধ্যে থিম্পুর সবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।