April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 3rd, 2021, 9:15 pm

‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান

সেনাবাহিনীর পদাতিক কোরের অন্তর্গত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। রোববার রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ড এই অভিষেক অনুষ্ঠিত সম্পন্ন হয়। এর মাধ্যমে সামরিক রীতি অনুযায়ী রেজিমেন্ট অব দি দায়িত্ব গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান।

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরের অন্তর্গত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ‘৬ষ্ঠ কর্নেল অফ দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (৩রা অক্টোবর) রাজশাহী সেনানিবাসে ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়া বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২১ এ যোগ দেন সেনাপ্রধান। এর আগে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর ও ঐতিহ্যবাহী এই অভিষেক অনুষ্ঠান হয়। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে গার্ড অব অনার দেয়। এরপর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠ অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট কর্মকর্তা তাকে রেজিমেন্টের কর্নেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব দ্য মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৬তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন।