April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 8th, 2021, 8:04 pm

কলকাতায় গিয়ে ব্যস্ত জয়া

অনলাইন ডেস্ক :

দুই বাংলায় সমানতালে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে করোনার কারণে মাঝে দীর্ঘদিন ওপার বাংলায় কাজ করতে পারেননি এ গুণী অভিনেত্রী। এবার করোনার ধাক্কা সামলে ইতোমধ্যে সেখানকার ছবির কাজ শুরু করলেন। কলকাতায় গিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নতুন সিনেমা ‘ওসিডি’র ডাবিং করছেন বর্তমানে। একবছর আগে সিনেমাটির শুটিং শুরু হলেও করোনার কারণে ডাবিং করা হয়নি। ‘ওসিডি’তে শ্বেতা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কলকাতায় সিনেমার ডাবিং ছাড়াও পূজার কিছু কাজ করবেন তিনি। নতুন একটি সিনেমার চুক্তি নিয়ে কথাও বলবেন তিনি। জয়া বলেন, এখানে সুন্দর সময় কাটছে আমার। কাজ নিয়ে ব্যস্ত আছি। নতুন সিনেমার মিটিং হবে। সুখবর দিতে পারবো আশা করছি। এদিকে জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’ সিনেমা দিয়ে ২ মাস আগে কলকাতার প্রেক্ষাগৃহ খুলেছে। এ ছাড়া তার অভিনীত ‘অলাতচক্র’ সিনেমাটি মুক্তি পেয়েছিল চলতি বছরের মার্চে। এ ছাড়া আগামী মাসে প্রাণী বন্ধু পুরস্কার দেয়া হবে জয়াকে। সম্প্রতি এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার। এ সংগঠনটি মূলত প্রাণী নিয়ে কাজ করে। জয়ার পশুপাখির প্রতি ভালোবাসার জন্যই এ সম্মাননা দেয়া হবে। এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, মানবিকতা থেকেই মূলত পশুপাখির প্রতি ভালোবাসা জন্মেছে। এজন্য পুরস্কার বা সম্মাননা পাবো- সে কথা কখনো ভাবিনি। তবে, সম্মাননার কথাটি জেনে খুব ভালো লাগছে।