November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 7:18 pm

কলকাতায় পুরস্কার জয় করলো ‘পায়ের তলায় মাটি নাই’

অনলাইন ডেস্ক :

কলকাতায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল এর প্রথম আসর। ২০ সেপ্টেম্বর নন্দনে শুরু হওয়া উৎসবটির পর্দা নামে গত রোববার সন্ধ্যায়। উৎসবে ডেব্যু ফিল্ম হিসেবে ফিপ্রেসকি-ইন্ডিয়া সমালোচক পুরস্কার জিতে নেয় বাংলাদেশের সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। প্রতিযোগিতায় থাকা বিভিন্ন দেশের ১১টি সিনেমার মধ্যে ফিপ্রেসকি ইন্ডিয়া ক্রিটিকস অ্যাওয়ার্ড এর জন্য চারটি সিনেমাকে মনোনয়ন দেয়। তারমধ্যে পুরস্কার জিতে নেয় মোহাম্মদ রাব্বী মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নাই’। উৎসব সমাপনী দিনে প্রযোজক আবু শাহেদ ইমন কিংবা নির্মাতা উপস্থিত না থাকায় তাদের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ইতোমধ্যে গত আগস্টে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’। বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এটি নির্মাণে সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স- এর তাহরিমা খান। চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ। জলবায়ু পরিবর্তনের ফলে একজন ব্যক্তি মানুষের জীবনে যে প্রভাব পড়তে পারে সেই টানাপড়েনের গল্প উঠে এসেছে ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমায়। বিশ্বের বিভিন্ন উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়ে সুনাম কুড়িয়েছে। এর আগে বুসান (কোরিয়া), ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু, পুনেসহ শ্রীলঙ্কা, জাপান, নেপাল, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া মিলিয়ে বিশ্বের ১৪টি চলচ্চিত্র উৎসবে ইতোমধ্যে ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শিত হয়েছে।