November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 27th, 2021, 9:29 pm

কলকাতায় বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্র, মিলছে সুফল

অনলাইন ডেস্ক :

কলকাতায় চালু হয়েছে বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্র। এতদিন বাংলাদেশ গমনেচ্ছু ভারতীয়দের ভিসার জন্য যেতে হতো বাংলাদেশ উপ দূতাবাস ভবনে।
ভোর থেকে দিতে হতো লম্বা লাইন। তবে গত ২০ ডিসেম্বর থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ভিসা আবেদন কেন্দ্রটির ঠিকানা হয়েছে সল্টলেকের সেক্টর ফাইভে। আগে পরিকাঠামো সংকটসহ দালাল চক্রের মতো নানা ভোগান্তির মধ্য দিয়ে বাংলাদেশে যেতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা পেতে হতো। অনেক সময় নির্ধারিত সময়ের পরও মিলত না ভিসা। সার্ভারের সমস্যা, পর্যাপ্ত জনবল না থাকাসহ বিভিন্ন কারণে প্রায়ই ভোগান্তি পোহাতে হতো তাদের। এখন এসব তিক্ত অভিজ্ঞতা অনেকের কাছেই স্মৃতি হয়ে যাবে। প্রায় ১৩ হাজার বর্গফুট জায়গা নিয়ে যাত্রা শুরু করেছে আধুনিক ভিসা আবেদকেন্দ্র। ১০টি কাউন্টারে ভিসা গ্রহণ এবং প্রদানের সুবিধা দেওয়া হচ্ছে। ভিসা প্রত্যাশীদের জন্য রয়েছে সার্বক্ষণিক সহযোগিতা কেন্দ্র। এরইমধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রের সুফল পেতে শুরু করেছেন প্রত্যাশীরা। বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্রের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস।