অনলাইন ডেস্ক :
করোনাভাইরাস বিরতি কাটিয়ে ফেরা আইপিএলে টানা দ্বিতীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় উৎসবের মধ্যেই এসেছে জরিমানার খবর। স্লো ওভার রেটে ২৪ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে অধিনায়ক ইয়োন মরগানকে। শুধু তিনি একা নন, শাস্তি পেয়েছেন কলকাতা একাদশের বাকিরাও। অধিনায়ক হওয়ার কারণে স্লো ওভার রেটে মরগানের শাস্তিটা বেশি। একাদশের বাকিদের প্রত্যেককে ম্যাচ ফি’র ২৫ শতাংশ কিংবা ৬ লাখ রুপির কম অর্থ জরিমানা করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। বিবৃতিতে জানিয়েছে, ‘আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে কলকাতা নাইট রাইডার্সকে জরিমানা করা হয়েছে।’ সঙ্গে যোগ করা হয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্টের ওভার রেটের ধারা ভঙ্গ করায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়োন মরগানকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একাদশে থাকা প্রত্যেককে ৬ লাখ রুপির কম কিংবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’ বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল কলকাতা। রাহুল ত্রিপাঠি (৪২ বলে ৭৪*) ও ভেঙ্কটেশ আইয়ারের (৩০ বলে ৫৩) ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে কলকাতা। ২৯ বল আগেই ১৫৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই ম্যাচেও খেলার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। বরং একাদশে তার জায়গা পাওয়া আরও কঠি হয়ে উঠেছে। তার ‘প্রতিদ্বন্দ্বী’ সুনিল নারাইন দুর্দান্ত বোলিং করেছেন মুম্বাইয়ের বিপক্ষে। হয়েছেন ম্যাচসেরাও।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা