অনলাইন ডেস্ক :
কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিনের আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছে। সোমবার টুইটারে মেডেলিনের মেয়র দানিয়েল কিন্তেরো ঘটনাটি নিশ্চিত করেছেন।
নগরীর জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক টুইটে জরুরি বিভাগ জানিয়েছে, ৮ আরোহীসহ বিমানটি নগরীর বেলেন রোসালিস এলাকায় পড়েছে এবং এতে অন্তত একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। আরোহীদের মধ্যে ছয় যাত্রী ও দুই ক্রু সদস্য ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে।
টুইটারে মেয়র কিন্তেরো লিখেছেন, “বেলেন রোসালিস এলাকায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। সরকার তার সমস্ত সক্ষমতা নিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।”
তার টুইটের সঙ্গে দেওয়া ভিডিওতে ঘরবাড়ির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার একটি কুণ্ডুলি উঠতে দেখা গেছে।
দুই ইঞ্জিনের পাইপার বিমানটি মেডেলিন থেকে পার্শ্ববর্তী চোকো বিভাগের পিসারোর উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানিয়েছেন কিন্তেরো।
আন্দিজ পর্বতমালার এক সংকীর্ণ উপত্যকায় মেডেলিন শহরটি অবস্থিত।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
গাজায় গত একদিনে নিহত ৫২