অনলাইন ডেস্ক :
প্রথম রাউন্ডে কেন্দ্র-ডান বিরোধী দলগুলোর আধিপত্যের পরে দেশের প্রায় দুই-তৃতীয়াংশে অনুষ্ঠিত দ্বিতীয় পৌরসভা নির্বাচনে রাজধানীর মেয়র পদে হেরে রবিবার কসোভোর শাসক দল একটি ভারী ধাক্কা খেয়েছে।
ছোট বলকান দেশটির প্রায় ১০ লাখ ২৬ হাজার মানুষ ৩৮টি পৌরসভার মধ্যে ২১টিতে মেয়র নির্বাচন করার জন্য দ্বিতীয় রাউন্ডে ভোট দেয়ার যোগ্য ছিল। রবিবার প্রাথমিক ভোটার ছিলেন ৩৮ শতাংশ।
শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। পুলিশ জানিয়েছে, ছোট ছোট ঘটনা ঘটলেও তা নির্বাচনকে প্রভাবিত করেনি।
ক্ষমতাসীন বামপন্থী সেল্ফ-ডিটারমিনেশন পার্টির প্রধানমন্ত্রী আলবিন কুর্তি প্রিস্টিনায় নির্বাচনী প্রতিযোগিতায় হেরেছেন। আর এ আসনে তিনি তার সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরবেন ভিটিয়াকে মনোনয়ন দিয়েছিলেন। তবে দলটি অন্য চার কমিউনে জয় পেয়েছে যা ২০১৭ সালের চেয়ে একটি বেশি।
কসোভোর মধ্য-ডান ডেমোক্রেটিক লিগ প্রিস্টিনায় জয় পেয়েছে। এছাড়া দলটি ও এর সহযোগী জোট একসঙ্গে ২১টি মেয়র পদে জয়লাভ করেছে।
দুকাগজিন গোরানি নামে এক স্বাধীন বিশ্লেষক বলেন, ‘এ রকম পরাজয় ক্ষমতাসীন দল ও সরকারের সামগ্রিক বৈধতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
তিনি বলেন, ‘কেউ হয়তো আগাম সংসদ নির্বাচনের আশা করতে পারেন। আগামী বছরের যে কোনো সময়।’
ইউরোপীয় ইউনিয়নের একটি দল নির্বাচন পর্যবেক্ষণ করেছে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু