অনলাইন ডেস্ক :
সম্প্রতি সার্বিয়ান অধ্যুষিত অঞ্চল কসোভোর একটি পুলিশ স্টেশনে বোমা হামলায় এক পুলিশ অফিসার মারা যান এবং তিনজন সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা অনেকটা বেড়ে গেছে। সম্প্রতি সার্বিয়া-কসোভো সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে এবং তাতে ৬০০ সেনা পাঠাচ্ছে ন্যাটো। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়, মাস কয়েক আগেই সেখানে নির্বাচনকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দেখা দেয় কসোভোয়। তখন কসোভোয় ন্যাটোর সেনার ওপর হামলা হয়েছিল। সে সময়েও বেশ কিছু রিজার্ভ ফোর্স পাঠিয়েছিল ন্যাটো। এবার আরো সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট। তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চলছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন ওই সীমান্তে বাড়ছে উত্তেজনা। অন্যদিকে যুক্তরাজ্য জানিয়েছে, ন্যাটো তাদের কাছে সেনা চেয়েছিল। তারা সার্বিয়ায় প্রিন্সেস অফ ওয়েলসের রয়্যাল ব্যাটেলিয়ন থেকে ২০০ সেনা পাচ্ছে। এর আগেও তারা কেফরকে (ন্যাটো বাহিনী) সাহায্য করতে বেশ কিছু সেনা পাঠিয়েছিল সেখানে। উল্লেখ্য, ১৫ বছর আগে সার্বিয়ার অংশ ছিল কসোভো। দীর্ঘ লড়াইয়ের পর ২০০৮ সালে নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে দেশটি। তবে সার্বিয়া কখনোই কসোভোকে আলাদা দেশের স্বীকৃতি দেয়নি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু