November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 22nd, 2021, 7:37 pm

‘কাঁচা বাদাম’ গানের গায়ক ভুবনের গল্প

অনলাইন ডেস্ক :

সম্প্রতি ভারতের বীরভূমের ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করে আলোচনায় এসেছেন। সুরে সুরে গান গেয়ে গ্রামের পথে পথে তিনি কাঁচা বাদাম বিক্রি করেন। তার গাওয়া গান এখন সবার মুখে মুখে। ফেইসবুক, ইউটিউব, টিকটক খুললেই বেজে উঠছে তার গান। লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খন্ডের বিভিন্ন গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন। এখন মোটরসাইকেলে কাজটি করেন তিনি। আর গাইতে থাকেন, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম.’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভুবন বাদ্যকরের এই গানের ভিডিও। তার ভাষায়, ‘আমি প্রতিদিন নানা গ্রামে ঘুরে গান করতে করতে বাদাম বিক্রি করি। বিগত ১০ বছর ধরে বাদাম বিক্রি করছি। আমি বাদাম বিক্রি করার সময় এভাবে গান গাই। সে সময় কোনো একটি ছেলে দৃশটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছে, কিন্তু আমি সেই ছেলেটিকে চিনি না।’ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভুবন বাদ্যকরের সংসার। প্রতিদিন ২০০-২৫০ রুপির বাদাম বিক্রি করেন। বাদাম না কিনলেও তার গানের সুর শুনে অনেকে ছুটে আসেন। টাকার পাশাপাশি পুরোনো সিটি গোল্ডের চেইন, চুড়ি, হাতের বালা, পুরোনো নষ্ট মোবাইল, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম দিয়ে থাকেন ভুবন বাদ্যকর। রাতারাতি এই খ্যাতি বেশ উপভোগ করছেন এই বাদামওয়ালা। গান নিজে লিখেছেন এবং সুর দিয়েছেন। বাউল গান গাওয়ার অভিজ্ঞতাও আছে তার। সুযোগ পেলে সবাইকে আরো গান শোনাতে চান তিনি। ভুবন বাদ্যকর বলেন, ‘শুনে খুব ভালো লাগছে যে, আমার গাওয়া গান বিশ্বের বহু মানুষ দেখে ফেলেছেন। সুযোগ পেলে তাহলে আরো কিছু ভালো গান শোনাব, যদিও আমি কোনোদিন গান শিখিনি।’ কাঁচা বাদামের পর ‘আমি বাদাম বেচে খাই’ নামে আরো নতুন গান নিয়ে এসেছেন। আগের ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গানটি দিয়ে ভারত-বাংলাদেশসহ বিশ্বজুড়ে ভাইরাল হলেও সেই গানের জন্য কোনো টাকা-পয়সা পাননি এই বাদাম বিক্রেতা। কিন্তু তাকে নিয়ে ভিডিও করে আর তার গানটি গেয়ে নেটমাধ্যমে বাহবা কুড়াচ্ছেন বহু টিকটকার-ইউটিউবার। কিন্তু গানের আদত ¯্রষ্টা কোনও ভাবেই অর্থ পাচ্ছেন না। কৃতজ্ঞতা স্বীকারেও থাকছে না তার নাম। তাই ‘আমি বাদাম বেচে খাই’ গানটির জন্য রয়্যালটি চান বীরভূমের ভুবন বাদ্যকর। ভুবনের পাশে দাঁড়িয়ে ভারতের আরেক ইউটিউবার স্যান্ডি সাহা। সামাজিক মাধ্যমে নিজের পেজে স্যান্ডি ভুবনের নতুন গানটি শেয়ার করে এর কপিরাইটের টাকা যাতে ভুবন বাদ্যকর পান, সেই আর্জি জানিয়েছেন। এদিকে ভুবনের নতুন গান সামাজিক মাধ্যমে শেয়ারের পর পর সেটিও নেটমাধ্যমে ভাইরাল এখন। এদিকে ভাইরাল হয়ে উল্টো বিপদে পড়েছেন ভুবন, এমনটাই জানিয়েছেন তার ছেলে। শিল্পীর ছেলের দাবি, ভুবন বাদ্যকরের গান শুনেই সবাই চলে যাচ্ছেন। কেউ আর বাদাম কিনছেন না। এতে তার আয় বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে, গানের কপিরাইটও পাননি। তাই সংসার চালানোই এখন দায়। যে কারণে অনেকটা বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন বীরভূমের দুবরাজপুরের এই বাদাম ফেরিওয়ালা। দুবরাজপুর থানায় অভিযোগ করে ভুবন বলেছেন, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গানটি চুরি করে টিকটকার, ইউটিউবাররা লাখ লাখ টাকা আয় করছেন। কিন্তু তিনি এর কানাকড়িও পাচ্ছেন না। তাই দ্বিতীয় গান নিয়ে যাতে এমন বিড়ম্বনায় না পড়তে হয়।