April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 9th, 2022, 7:14 pm

কাজের জন্য ফেসবুকে পোস্ট দিলেন পরিচালক

অনলাইন ডেস্ক :

করোনার ছোবলে অনেকেই সর্বস্বান্ত। কেউ মুখ খুলছেন, কেউবা মানিয়ে নেওয়ার চেষ্টায় আছেন। তেমনই একজন কলকাতার পরিচালক প্রেমাংশু রায়। তৈরি করেছেন চার-চারটি চলচ্চিত্র। সর্বশেষ ছবি ‘চিলেকোঠা’ আন্তর্জাতিকভাবে প্রায় সব শাখায় পুরস্কৃত! অবশেষে ক্ষুধার কাছে নতিস্বীকার করে ফেসবুকে কাতর আর্জি জানালেন প্রেমাংশু রায়। বিগত কয়েক বছর ধরে নাটকে কাজ করছিলেন তিনি। তাতে সংসার চলছে না। তাই সরাসরি কাজ চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন এই পরিচালক। এক স্ট্যাটাসে প্রেমাংশু লিখেছেন, ‘আমি বাংলা সিরিয়াল লিখতে ও অভিনয় করতে ভীষণভাবে ইচ্ছুক। সাতাশ বছরের নাট্য ও চারটে ফিল্ম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, আর্থিকভাবে ভীষণ উপকৃত হই।’ পোস্টে উল্লেখ করেছেন, একসময় ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে চেনাজানা থাকলেও বর্তমানে তিনি প্রায় কাউকেই চেনেন না। শুধু নাটকে কাজ করে আর সংসার চলছে না। তিনি বলেন, ‘আমি কারও কাছে কোনও আর্থিক সাহায্য চাইছি না। যোগ্যতা অনুযায়ী কাজ চাইছি এবং তার বিনিময়ে সাম্মানিক অর্থ। লকডাউন ও প্রযোজকের অভাবে আমি দীর্ঘদিন কর্মহীন। আমার সংসার চলছে না। আমি লেখা, পরিচালনা ও অভিনয় ছাড়া সত্যিই কোনও কাজ জানি না যেটা দিয়ে পেট চালানো যায়। আর শুধুই নাটকে কাজ করেও পেটের ভাত জোগাড় হয় না। আমি সিরিয়াল বা ওয়েব সিরিজের জগতে সত্যিই কাউকে চিনি না। আর চলচ্চিত্র জগতের যে সব প্রযোজকদের চিনি বা কাজ করেছি, তারা এখন কাজ করছেন না। তাই এই মানবিক আবেদন।’ ২০১৭ সালে পরিচালকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘চিলেকোঠা’ সিডনি চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ অভিনেতার (ঋত্বিক চক্রবর্তী) পুরস্কার পায়। তিনি নিয়মিত কাজ করেছেন নাটক, গান ও চলচ্চিত্রে। তবে এখন একেবারে নিরুপায় হয়ে ফেসবুকের আশ্রয় নিলেন এই নির্মাতা। সূত্র: হিন্দুস্তান টাইমস