অনলাইন ডেস্ক :
দরজায় কড়া নাড়ছে ২০২২ বিশ্বকাপ। কাতারের ফুটবল মহাযজ্ঞের জন্য দল ঘোষণা শুরু হয়েছে। ব্রাজিল-জার্মানির-ফ্রান্সের মতো শিরোপাপ্রত্যাশীরা জানিয়ে দিয়েছে বিশ্বকাপ স্কোয়াড। তারই ধারাবাহিকতায় এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও উরুগুয়ে। ক্লাব ফুটবলে প্রিমিয়ার লিগকে ধরা হয় বিশ্বের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতা। অথচ এত শক্তিশালী ফুটবল কাঠামো থাকার পরও ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে মোটে একবার, সেই ১৯৬৬ সালে। হতাশার বৃত্ত ভাঙতে এবার দ্বিতীয় শিরোপায় চোখ রেখেছে ইংলিশরা। সেই মিশনে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ডের চেয়ে উরুগুয়ের একটি বিশ্বকাপ বেশি। লাতিন আমেরিকার দেশটি বিশ্বকাপ জিতেছে দুইবার। সেটিও অনেক আগে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের পর ১৯৫০ সালে জিতেছিল দ্বিতীয়টি। এবার লক্ষ্য তৃতীয়টির। সেই অভিযানে আছে লুইস সুয়ারেস-এদিনসন কাভানিকে নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগ।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: জর্ডান পিকফোর্ড, নিকো পোপ, অ্যারন রামসডেল; ডিফেন্ডার: হ্যারি ম্যাগুয়ের, লুক শ, এরিক ডায়ার, জন স্টোনস, কাইল ওয়াকার, কিয়েরেন ট্রিপিয়ার, কনর কোডি, বেন হোয়াইট, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড; মিডফিল্ডার: জুড বেলিংহাম, ম্যাসন মাউন্ট, কনর গালাঘর, ডেকলান রাইস, জর্ডান হেন্ডারসন, ক্যালভিন ফিলিপস, জেমস ম্যাডিসন; ফরোয়ার্ড: ফিল ফডেন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেইন, বুকায়ো সাকা, রহিম স্টারলিং, ক্যালাম উইলসন, মার্কাস রাশফোর্ড।
উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ফের্নান্দো মুসলেরা, সের্হিয়ো রোচেত, সেবাস্তিয়েন রোসা; ডিফেন্ডার: দিয়েগো গোদিন, হোসে মারিয়া হিমিনেস, সেবাস্তিয়ান কোতেস, মার্তিন কাসেরেস, রোনাল্দ আরাউহো, মাতিয়াস ভিনা, মাথিয়াস অলিভেরা, গুইলার্মো ভারেলা, হোসে রোদ্রিগেস; মিডফিল্ডার: মাথিয়াস ভেচিলো, রোদ্রিগো বেনতাঙ্গুর, ফেদে ভালভার্দে, লুকাস তোরেইরা, মানুয়েল উগার্তো, ফাকুন্দো পেলেস্ত্রি, নিকোলাস দে লা ক্রুজ, হোর্হিয়ান আরাসাকেতা, অগাস্তিন কানোবিও, ফাকুন্দো তোরেস; ফরোয়ার্ড: দারউইন নুনিয়েজ, লুইস সুয়ারেস, এদিনসন কাভানি, মাক্সিমিলিয়ানো গোমেস।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা