অনলাইন ডেস্ক :
কানপুর টেস্টে নিরাপত্তার শঙ্কা ছিলো আগে থেকেই। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে হিন্দু মহাসভা নামের এক সংগঠন কানপুরে টেস্ট আয়েজন নিয়ে হুমকি দিয়েছিলো। তবে শঙ্কা কাটিয়ে সূচি অনুযায়ীই কানপুরে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। গত মঙ্গলবারই কানপুরে পৌঁছেছে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলকেই রাস্তার পাশে সাড়ি সাড়ি মানুষ দাড়িয়ে অভ্যর্থনা দেয়। আজ কানপুরের গ্রিন পার্কে সকাল থেকে অনুশীলন ও করেছে বাংলাদেশ।
সেখানেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গ্রিন পার্কে সংবাদকর্মীদের কানপুরের পুলিশ কমিশনার হরিশ চন্দ্র বলেছেন, ‘‘হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি-টেররিজম স্কোয়াডকে (এটিএস) দেওয়া হয়েছে। পুলিশ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক। এই ম্যাচের জন্য কঠিন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। আমরা গোয়েন্দা সংস্থার কাছ থেকেও তথ্য নিচ্ছি। কেউ প্রতিবাদের চেষ্টা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’ কানপুরের পুলিশ কমিশনার আরো বলেন, ‘‘কোনো ফাঁক না রাখতে আমরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছি। আশা করি, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাবে।’’
বুধবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের আগে সংবাদসম্মেলনে এসে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘‘নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআইয়ের ওপর আস্থা রাখছি। আমরা চিন্তিত নই।’’ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে সমতা আনতে পরের ম্যাচটা জিততেই হবে টাইগারদের। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২