November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 7th, 2021, 8:30 pm

কানাইঘাটের ইউপি নির্বাচনঃ আওয়ামীলীগের প্রার্থীদের নাম ঘোষণা

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, সিলেট :
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশীল অনুযায়ী ৫ম দফায় কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচন আগামী ৫জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।
জানা গেছে গত রবিবার আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামীলীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সোমবার আনুষ্ঠানিক ভাবে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হলেও রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন তাদের নাম ছড়িয়ে পড়ে।
৯টি ইউনিয়নে যারাআওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন তারা হলেন- ১নং লক্ষী প্রসাদ পূর্ব ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য তমিজ উদ্দিন,২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেমসলিও ফারগুশন নানকা,৩নং দিঘীরপার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলী হোসেন কাজল, ৪নং সাতবাঁক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, ৫নং বড়চতুল ইউনিয়নে মুবশির আলী চাচাই, ৬নং সদর ইউনিয়নে প্রভাষক আফসর উদ্দিন আহমদ চৌধুরী, ৭নং দক্ষিন বানীগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাসুদ আহমদ, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে সায়েম আহমদ ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে বিলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ নভেম্বর উপজেলার ৯টি ইউনিয়নে প্রার্থী বাছাই বিশেষ সভা আওয়ামীলীগের উদ্যোগে করা হয়। প্রার্থী বাছাই সভায় যারা তৃণমূলের বেশী ভোট পেয়ে ছিলেন তাদের মধ্যে ৪টি ইউনিয়নে তৃণমূলের যারা বেশি ভোট পেয়ে ছিলেন তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি। জানা গেছে বিভিন্ন সংস্থার রিপোর্টের প্রেক্ষিতে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে এবারের মনোনয়ন দেওয়া হয়েছে।