অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হেরে গিয়েছিল কানাডা। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার (২৮ নভেম্বর) ক্রোয়েশিয়া বিপক্ষেও একই পরিণতি। লুকা মদরিচদের কাছে ৪-১ ব্যবধানে হেরে গেছে কানাডা। ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল কানাডার। ৬৮ সেকেন্ডের মাথায় বুচানানের বাড়িয়ে দেওয়া ক্রসে হেড দিয়ে জালে জড়ান আলফোনসো ডেভিস। এটি কানাডার বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল। ৩৬ বছর আগে তারা বিশ্বকাপে তিন ম্যাচ খেললেও কোনো গোলের দেখা পায়নি। ক্রোয়েশিয়া ম্যাচে ফিরে ৩৬তম মিনিটে। ইভান প্যারিসিকের পাসে গোল করেন আন্দ্রেজ ক্রামারিচ। বিরতির আগ মুহূর্তে ফের গোল করে ক্রোয়েটরা। ৪৪তম মিনিটে মার্কো লিভাজার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। এই ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কানাডা। তবে ক্রোয়েশিয়া গোল পায়। ম্যাচের ৭০তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আন্দ্রেজ ক্রামারিচ। যোগ করা সময়ে লেভ্রো মাজের গোল করলে মদরিচদের ৪-১ গোলের জন্য নিশ্চিত হয়। এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে ক্রোয়েশিয়া। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে মরক্কো। ক্রোয়েশিয়া মূলত এগিয়ে আছে গোল ব্যবধানে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বেলজিয়াম।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা