অনলাইন ডেস্ক :
কানাডার ভন শহরের একটি কনডোমিনিয়ামে গোলাগুলির এক ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ ছয় জন নিহত হয়েছে। সোমবার ইয়র্ক আঞ্চলিক পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজনের গুলিতে পাঁচজন নিহত হয়েছে এবং গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ‘একজন সক্রিয় বন্দুকধারী বেশ কয়েকজনকে গুলি করেছে’ এমন খবর পেয়ে স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় টরেন্টোর উত্তরে ভন শহরের জেন স্ট্রিটের একটি আবাসিক ভবনে হাজির হয় পুলিশ। পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জননিরাপত্তার ক্ষেত্রে আর কোনো হুমকি নেই বলে জানিয়েছে তারা। নিহত সন্দেহভাজনের গুলিবর্ষণের উদ্দেশ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু