April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 2nd, 2021, 12:54 pm

কানাডায় ভয়াবহ তাপদাহের সাথে দাবানল যুক্ত হওয়ায় সরিয়ে নেয়া হয়েছে শত শত মানুষ

অনলাইন ডেস্ক :

কানাডার পশ্চিমাঞ্চলে নজিরবিহীন তাপদাহের পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়ায় এ অঞ্চল থেকে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। অঞ্চলটি কয়েকদিন ধরে রেকর্ড ভঙ্গ করা তাপদাহে পুড়ছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দ্রুত দাবানল ছড়িয়ে পড়ার কারণে বুধবার রাতে ভ্যানকুভারের ২৫০ কিলোমিটার উত্তরপশ্চিমের লিটন গ্রাম থেকে লোকজন নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের এ গ্রামে মঙ্গলবার কানাডার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৬ ডিগ্রী সেলসিয়াস (১২১ ডিগ্রী ফারেনহাইট) রেকর্ড করার পরের দিন সেখানে দাবানল ছড়িয়ে পড়ে।
বুধবার মেয়র জেন পল্ডারম্যান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘এ দাবালন বিভিন্ন অবকাঠামো এবং বাসিন্দাদের নিরাপত্তার হুমকি সৃষ্টি করছে।’
ব্রিটিশ কলম্বিয়ার প্রধানমন্ত্রী জন হর্গান টুইটার বার্তায় বলেন, ‘দাবানল পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ। সেখানের জরুরি বিভাগের কর্মীরা লিটন গ্রামের বাসিন্দাদের জন্য তারা যা করতে পারে তার সবকিছু করছে।’
এমন পরিস্থতিতে বুধবার রাতে লিটন গ্রামের উত্তরের প্রায় একশ’ ঘরবাড়ি থেকে বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।