November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 19th, 2022, 7:29 pm

কানে সম্মাননা পেলেন টম ক্রুজ

অনলাইন ডেস্ক :

টম ক্রুজ মানেই ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয়, টম ক্রুজ মানেই শ্বাসরুদ্ধকর টানটান উত্তেজনা, টম ক্রুজ মানেই একটু বাড়তি আগ্রহ। হলিউডের প্রথম সারির এই নায়কের প্রায় প্রতিটি ছবি বক্স অফিসে ঝড় তোলে। তার ছবি দেখার জন্য অপেক্ষা করে থাকে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অগণিত দর্শক। মার্কিন নেভির বৈমানিক লেফটেন্যান্ট ‘পিট ম্যাভেরিক’ এর জীবনী নিয়ে পরিচালক টনি স্কট ১৯৮৬ সালে নির্মাণ করেছিলেন টপ গান সিনেমাটি। এই সিনেমাটি দিয়েই অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন টম ক্রুজ। অসাধারণ অভিনয় এবং দুর্দান্ত নির্মাণ শৈলীর কারণে এখন পর্যন্ত সিনেমাটি বেশ জনপ্রিয়। দীর্ঘ ৩৬ বছর পর আগামী ২৭ মে আসছে সিনেমাটির ২য় পর্ব। অনেক আগে থেকেই সিনেমটির ২য় পর্বের জন্য অপেক্ষায় ছিলেন দর্শকেরা। আগের ছবি শেষের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে জোসেফ কসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’। এবারও নৌবাহিনীর বৈমানিক লেফট্যানেন্ট পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। এ ছবিতে আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এ ছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, অ্যাড হ্যারিস ও জন হ্যাম। সম্প্রতি এই মুভির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। দুই মিনিট ত্রিশ সেকেন্ডের ট্রেইলার সকল টম ক্রুজ ভক্তদের যেন ফিরিয়ে নিয়ে গিয়েছে সেই ৩৬ বছর আগের বেপরোয়া পাইলটের কাছে। আবারো ‘টপ গান’ এর মাধ্যমে পর্দায় ভালো কিছুই ঘটতে চলেছে। তাই বেপরোয়া পাইলট টম ক্রুজকে পর্দায় দেখার জন্য সবাই প্রস্তুত হতেই পারেন। এদিকে গত বুধবার কান উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। সেখানে অংশ নিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ে পালে দে ফেস্টিভাল ভবনে হয়েছে এই আয়োজন। হলিউডে ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য বিশেষ সম্মান জানানো হয়েছে টম ক্রুজকে।