November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 17th, 2021, 1:34 pm

কাবুল দূতাবাসের সব কূটনৈতিক কর্মীকে সরিয়ে নিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক :

তালেবানরা রাজধানী দখলের প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার ভারত বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রদূতসহ তাদের সব কূটনৈতিক কর্মীকে কাবুল দূতাবাস থেকে সরিয়ে নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সকালে টুইট করে বলেন, ‘বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে কাবুলে আমাদের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মীরা দ্রুত ভারতে চলে আসবেন।’

সব বেসামরিক বিমানের জন্য আফগানিস্তান আকাশসীমা বন্ধ করে দিলেও সামরিক বিমানগুলো কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত আমেরিকান সৈন্যরা আটকে পড়া বিদেশী নাগরিকদের দেশ ছাড়তে সহায়তা করছে।

এর আগে রবিবার সন্ধ্যায় তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর কার্যত দেশটিতে মার্কিন সেনাদের ২০ বছরের সামরিক উপস্থিতি শেষ হয়ে যায়।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রভাব নিয়ে ভারত বিশেষভাবে উদ্বিগ্ন। কারণ এই পর্যন্ত তারা দেশটিতে তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে।